৪৩ রুশ ক্ষেপণাস্ত্রের ৩৬টি ভূপাতিত করার দাবি ইউক্রেনের

  21-09-2023 06:12PM

পিএনএস ডেস্ক: ইউক্রেনের সেনাপ্রধান দাবি করেছেন, বৃহস্পতিবার সারা দেশে হামলা চালিয়েছে রাশিয়া। এসব হামলায় ৪৩টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। তবে এর মধ্যে ৩৬টি ক্ষেপণাস্ত্রই ভূপাতিত করেছে দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনী।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চিফ ভ্যালেরি জালুঝনি এক টেলিগ্রাম পোস্টে বলেছেন, রাশিয়ার দক্ষিণাঞ্চল থেকে বিমানে উৎক্ষেপণ করা ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলির গতিপথ পরিবর্তন করছে।

বৃহস্পতিবার আরেকটি আপডেটে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ বলেছেন, রাশিয়ান বাহিনী একাধিক অঞ্চলে বেসামরিক অবকাঠামোতে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে।

ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানী কিয়েভে বিমান হামলায় অন্তত সাতজন আহত হয়েছেন এবং খারকিভে কমপক্ষে দুইজন আহত হয়েছেন।

এদিকে রাশিয়ার গোলাবর্ষণে দক্ষিণাঞ্চলীয় খেরসন শহরে অন্তত দুইজন নিহত হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের ছয়টি শহরে একসঙ্গে হামলা চালিয়েছে রাশিয়া। এতে কমপক্ষে দুইজন নিহত এবং আরও অন্তত ২১ জন আহত হয়েছে। এ সময় গোটা ইউক্রেনজুড়ে বিমান হামলার সতর্কতা সংকেত পাওয়া গেছে।

ইউক্রেন

পিএনএস/এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন