পিএনএস ডেস্ক : লেবাননে সম্ভাব্য দুঃসাহসিক অভিযান সম্পর্কে ইসরায়েলকে সতর্ক করেছে ইরান। ইসরায়েল লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে আঘাত করার পর এমন হুঁশিয়ারি দিলো তেহরান। রবিবার (২৮ জুলাই) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, তেহরান সতর্ক করছে যে এই ধরনের কর্মকাণ্ডের ‘নজিরবিহীন পরিণতি’ হতে পারে। ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।
কানানি বলেন, লেবাননে ইসরায়েলের যেকোনও নতুন অজ্ঞতাপূর্ণ পদক্ষেপ এই অঞ্চলে অস্থিতিশীলতা, নিরাপত্তাহীনতা এবং যুদ্ধের সুযোগকে প্রসারিত করতে পারে।
তিনি আরও বলেন, এই ধরনের বোকামি আচরণের নজিরবিহীন পরিণতি এবং প্রতিক্রিয়াগুলোর জন্য ইসরায়েলকে জবাবদিহি করতে হবে।
গাজা উপত্যকায় ব্যাপক অপরাধ থেকে জনমত ও বিশ্ব মনোযোগ সরাতে হিজবুল্লাহকে ইসরায়েল বলির পাঁঠা হিসেবে ব্যবহার করছে বলেও অভিযোগ করেছেন কানানি।
ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে শনিবারের ভয়াবহ রকেট হামলার জন্য ইরান সমর্থিত লেবানিজ জঙ্গিগোষ্ঠী হিজবুল্লাহকে দায়ী করেছে আইডিএফ। অবশ্য হিজবুল্লাহ ওই হামলায় জড়িত থাকার কথা দৃঢ়ভাবে অস্বীকার করেছে।
মাজদাল শামসের দ্রুজ গ্রামে শনিবারের ওই হামলায় শিশুসহ ১২ জন নিহত হয়েছে।
১৯৬৭ সালে মধ্যপ্রাচ্য যুদ্ধে সিরিয়ার কাছ থেকে ওই এলাকাটির দখল নেয় ইসরায়েল, যদিও তা জাতিসংঘ স্বীকৃতি দেয়নি।
এএ
ইসরাইলকে নজিরবিহীন পরিণতির হুঁশিয়ারি দিল ইরান
28-07-2024 08:33PM