চীনের ল্যাব থেকেই ছড়িয়েছিল করোনা ভাইরাস: মার্কিন তদন্ত

  03-12-2024 08:44PM

পিএনএস ডেস্ক: চীনের হুবেই প্রদেশের রাজধানী শহর উহানের গবেষণাগার থেকে ছড়িয়েছিল কোভিড-১৯। চর্চিত এই তত্ত্বটিকেই সমর্থন করেছে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের একটি কমিটি। সোমবার এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে ওই কমিটি।

রিপাবলিকান নিয়ন্ত্রিত হাউজ অব রিপ্রেজেন্টেটিভস সিলেক্ট সাবকমিটি অন দ্য করোনাভাইরাস ক্রাইসিস জানিয়েছে, তারা এই সিদ্ধান্তে পৌঁছেছে যে, করোনাভাইরাস ‘সম্ভবত একটি পরীক্ষাগার বা গবেষণা সম্পর্কিত দুর্ঘটনার কারণেই উদ্ভূত হয়েছিল।

৫২০ পৃষ্ঠার প্রতিবেদনটি তৈরি করতে দুই বছর লেগেছে। কমিটি মহামারীর জন্য ফেডারেল এবং রাজ্য পর্যায়ের প্রতিক্রিয়া, এর উৎস এবং টিকা দেওয়ার প্রচেষ্টার দিকে নজর দিয়েছে।

কংগ্রেসকে একটি চিঠিতে প্যানেলের রিপাবলিকান চেয়ারম্যান ব্র্যাড ওয়েনস্ট্রুপ বলেন, “এই কাজটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং বিশ্বকে পরবর্তী মহামারীর পূর্বাভাস দিতে, পরবর্তী মহামারীর জন্য প্রস্তুত করতে, পরবর্তী মহামারী থেকে নিজেদের রক্ষা করতে এবং পরবর্তী মহামারীকে প্রতিরোধ করতে সাহায্য করবে।”

প্রতিবেদনে আরও বলা হয়ছে, ইউএস ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ (এনআইএস) জানিয়েছে, প্রাদুর্ভাবের আগে চীনের উহান ইনস্টিটিউট অব ভাইরোলজি থেকে গবেষণার সময় ভাইরাসটি ছড়িয়ে পড়েছিল। সূত্র: আল-জাজিরা, ফক্সনিউজ
এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন