পিএনএস ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট-নির্বাচিত ডনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের কয়েক সপ্তাহ আগে দেশটিতে যাচ্ছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বিদায়ী বাইডেন প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে যাচ্ছেন তিনি।
আগামী ২০শে জানুয়ারি আনুষ্ঠানিকভাবে আমেরিকার প্রেসিডেন্ট পদের দায়িত্ব নেবেন ডনাল্ড ট্রাম্প। তার আগেই নয়াদিল্লি-ওয়াশিংটন সম্পর্ককে মজবুত করতে সক্রিয় হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার। ডনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটি হবে যুক্তরাষ্ট্রে ভারতের প্রথম উচ্চপর্যায়ের সফর।
ভারতের বিদেশমন্ত্রকের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ২০২৪ সালের ২৪-২৯ ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্র সফর করবেন। তিনি দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করতে অপর পক্ষের সঙ্গে বৈঠক করবেন। এই সফরে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের কনসাল জেনারেলদের একটি সম্মেলনেও তিনি সভাপতিত্ব করবেন।
২০১৬-২০ ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালীন মোদির সঙ্গে তার ব্যক্তিগত সমীকরণ ছিল নিবিড়। গত নভেম্বরে হোয়াইট হাউসে ট্রাম্পের প্রত্যাবর্তনের পরেই তাকে অভিনন্দন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। গত চার বছর ধরে জো বাইডেনের জমানায় আমেরিকান কংগ্রেসের মানবাধিকার সংক্রান্ত রিপোর্টে তুলোধোনা করা হয়েছে সংখ্যালঘু নিপীড়ন, জাতি বৈষম্য, মণিপুরের হিংসার মতো ঘটনাকে।
এনডিএ শিবিরের একাংশের অভিযোগ, এমনভাবে প্রশ্ন সাজানো হত যাতে মোদি সরকারের মানবাধিকার রক্ষা, বাক্স্বাধীনতা সংক্রান্ত ভূমিকার সমালোচনা করা যায়। ট্রাম্প আসার পর এই প্রবণতার ইতি ঘটবে বলে মনে করছে সাউথ ব্লক।
পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সঙ্গে যুক্তরাষ্ট্রে যোগ দেবেন জয়শঙ্কর, যিনি ইতিমধ্যেই ওয়াশিংটনে রয়েছেন। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে চালু হওয়া আইসিইটি, জিই-এফ৪১৪ জেট ইঞ্জিন চুক্তি, বায়োটেকনোলজি, কোয়ান্টাম প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর এবং মহাকাশের মতো ক্ষেত্রগুলোতে সহযোগিতাসহ প্রযুক্তি সংক্রান্ত আলোচনা হতে পারে।
জয়শঙ্কর ও মিশ্রি ট্রাম্পের টিম এবং রাজ্য ও প্রতিরক্ষা বিভাগে গুরুত্বপূর্ণ পদের জন্য মনোনীতদের সঙ্গে দেখা করতে পারেন বলে আশা করা হচ্ছে। ২০১৬ সালের মার্কিন নির্বাচনের পর ভারতের পররাষ্ট্র সচিব হিসেবে ট্রাম্পের দলের সঙ্গে দেখা করেছিলেন এস জয়শঙ্কর। যদিও ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তার শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবেন কিনা সে বিষয়ে কোনও স্পষ্টতা নেই। তবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংসহ অন্যান্য বিশ্ব নেতাদের আমন্ত্রণ পাঠানো হয়েছে বলে জানা গেছে।
মোদির উপস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, বিদেশ মন্ত্রকের মুখপাত্র হিন্দুকে জানায়, এ বিষয়ে এখনো কোনো আপডেট নেই। সূত্র: দ্য হিন্দু
পিএনএস/আনোয়ার
ট্রাম্পের জয়ের পর প্রথম যুক্তরাষ্ট্রে যাচ্ছেন জয়শঙ্কর
24-12-2024 03:06PM