জেফ বেজোসের দ্বিতীয় বিয়ের গুঞ্জন, যা জানা গেল

  23-12-2024 08:06PM

পিএনএস ডেস্ক: বিশ্বের অন্যতম শীর্ষ ধনী জেফ বেজোস। ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের এই প্রতিষ্ঠাতা নাকি দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। কনে তার দীর্ঘদিনের বান্ধবী লরেন সানচেজ। খবর ডেইলি বিস্টের।

২০১৯ সালে প্রথম স্ত্রী ম্যাকেঞ্জি স্কটের সঙ্গে বিচ্ছেদ হয় বেজোসের। প্রায় ৩ হাজার ৬০০ কোটি ডলারে সেই বিচ্ছেদ চূড়ান্ত হয়। মূলত বিচ্ছেদের ফলে পাওয়া স্কটের অর্থ মূলত অ্যামাজনের শেয়ার। বলা হয়, এটাই এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিবাহবিচ্ছেদ।

বিচ্ছেদের সময় বেজোস ছিলেন বিশ্বের শীর্ষ ধনী। আর বিচ্ছেদের পর বেজোসের কাছ থেকে পাওয়া সম্পদের সুবাদে ম্যাকেনজি বিশ্বের অন্যতম ধনী নারীর কাতারে চলে আসেন।

ডেইলি বিস্ট-এর খবরে বলা হয়, এখন নতুন করে জেফ বেজোস ও তার বাগদত্তা লরেন সানচেজের বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে। যুক্তরাষ্ট্রের কলোরাডোর আসপেনে বসছে আলোচিত এই বিয়ের বিলাসবহুল আয়োজন। আলোচিত এই বিয়েতে খরচ ধরা হয়েছে ৬০ কোটি ডলার।

আগামী শনিবার (২৮ ডিসেম্বর) তাদের বিয়ের অনুষ্ঠান হতে পারে বলে সে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে সানচেজকে বিয়ের গুঞ্জন অস্বীকার করেছেন বেজোস। এক্স বার্তায় তিনি বলেন, ‘পুরো বিষয়টি সম্পূর্ণ মিথ্যা, এমন কোনো ঘটনা ঘটেনি। আপনি যা পড়েছেন, তা মোটেও বিশ্বাস করবেন না, বিশেষ করে এটা আগের চেয়ে আজ আরও বেশি সত্য।’

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন