পিএনএস ডেস্ক: হত্যা মামলায় সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজের ফের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার (৩১ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালত এ আদেশ দেন।
সাতদিনের রিমান্ড শেষে এদিন আসামিকে আদালতে হাজির করে মামলার রহস্য উদঘাটনে ফের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মাসুদুর রহমান। এসময় আসামিপক্ষের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, কোটা আন্দোলনের সময় গত ১৯ জুলাই রাজধানীর ভাটারা থানাধীন ফরাজী হাসপাতালের সামনে পুলিশের গুলিতে নিহত হন সোহাগ মিয়া। এ ঘটনায় ২০ আগস্ট তার বাবা শাফায়েত হোসেন ভাটারা থানায় হত্যা মামলা করেন।
এই মামলায় গত ২৩ আগস্ট রাতে ঢাকার বনানী এলাকা থেকে আ স ম ফিরোজকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তার সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, আওয়ামী লীগ নেতা ফিরোজ আটবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। চলতি বছরের ৭ জানুয়ারির নির্বাচনে পটুয়াখালী-২ (বাউফল) আসন থেকে জয়ী হন তিনি।
পিএনএস/রাশেদুল আলম
ফের রিমান্ডে সাবেক চিফ হুইপ ফিরোজ
31-08-2024 06:01PM