সাদ মুসা গ্রুপের স্বত্বাধিকারী মোহসীনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

  30-10-2024 07:00PM

পিএনএস ডেস্ক: সাদ মুসা গ্রুপের স্বত্বাধিকারী ও সাউথ বাংলা এসিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের সাবেক পরিচালক মোহাম্মাদ মোহসীনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

বুধবার (৩০ অক্টোবর) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া এ আদেশ দেন।

এদিন দুদকের উপপরিচালক রাম প্রসাদ মন্ডল মোহাম্মাদ মোহসীনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। এসময় দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মীর আহমেদ আলী সালাম শুনানি করেন।

আবেদনে বলা হয়, মোহসীন ও অন্যদের বিরুদ্ধে নামে-বেনামে কোম্পানি খুলে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, জাল জালিয়াতি এবং কাগুজে বিল তৈরি করে ঋণের নামে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রায় পাঁচ হাজার কোটি টাকা উত্তোলনপূর্বক আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। অনুসন্ধানকালে মুহাম্মদ মোহসীনের বিরুদ্ধে বিভিন্ন ব্যাংক থেকে অর্থ উত্তোলন করে আত্মসাতের প্রাথমিক তথ্য পেয়েছে দুদক। অনুসন্ধানে বিশ্বস্ত সূত্রের প্রাপ্ত তথ্য অনুসারে অভিযোগ সংশ্লিষ্ট মোহাম্মদ মোহসীন দেশত্যাগ করতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমন রহিত করা আবশ্যক।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন