স্কুটারে বসেই অফিস করছেন তিনি, ভিডিও ভাইরাল

  05-04-2024 11:04AM


পিএনএস ডেস্ক: যখন যেখানে যেভাবে থাকা সেভাবেই যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হয় সেনাদের। তবে সেনাসদস্য না হলেও তেমন এক ব্যক্তির সন্ধান মিলেছে। স্কুটার চালানো অবস্থায় ল্যাপটপ খুলে কাজ করছেন এক প্রযুক্তিকর্মী। গত মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এরপরই তার কর্মজীবনে ভারসাম্য ও দীর্ঘ কাজের সময় নিয়ে বিতর্ক উঠেছে।

ভিডিওতে দেখা যায়, প্রযুক্তিকর্মী হিসেবে কর্মরত লোকটি তার কোলে একটি ল্যাপটপ খুলে রেখেছেন। সেখানে মাইক্রোসফ্ট টিমের মিটিংয়ের বিবরণ দেখা যাচ্ছিল। এমন দৃশ্য কাজের উৎপাদনশীলতা ও সুরক্ষাকে প্রশ্নবিদ্ধ করেছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর দায়িত্বশীল কাজের অনুশীলন এবং নিরাপদ যাতায়াতের অভ্যাস সম্পর্কে নাগরিকদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।

পিক বেঙ্গালুরু নামের একটি এক্স হ্যান্ডেলে ভিডিওটি পোস্ট করে ক্যাপশন দেওয়া হয়, বেঙ্গালুরু ইজ নট ফর বিগেনার্স। সেই ভিডিওর নিচে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা ওই ব্যক্তির জন্য সহমর্মিতা দেখানোর পাশাপাশি বিনোদনমূলক মন্তব্যও করছেন।

এক ব্যক্তি মন্তব্যের ঘরে লিখেন, ভাই নিশ্চয়ই কোনো প্রযুক্তি কোম্পানির হয়ে কাজ করেন এবং তার সাপ্তাহিক নির্ধারিত ৭০ কর্মঘণ্টার চেয়ে কিছুটা পিছিয়ে আছেন। আরেকজন লিখেন, উৎপাদনশীলতার তড়ঙ্গে করে যাতায়াত। এক ব্যবহারকারী লিখেন ক্লায়েন্টের কল ও মৃত্যু যে কোনো সময় আসতে পারে। একজন লিখেন এতদিন শুনেছি ওয়ার্ক-লাইফ ব্যালেন্স এখন দেখছি ওয়ার্ক-বাইক ব্যালেন্স।

এক ব্যবহারকারী লিখেছেন, আজকাল মানুষ যে ধরনের কাজের চাপের সম্মুখীন হচ্ছে তা অকল্পনীয়, তাই এ ধরণের বিকল্প খুঁজে নেওয়া ছাড়া কোনো উপায়ও নেই। একজন লিখেছেন ল্যাপটপ তার বর্ণনা অনুযায়ী যথাযথভাবেই ব্যবহার হচ্ছে।

এর আগে, সিনেমা হলে বসা অবস্থায় ল্যাপটপ খুলে এক ব্যক্তির কাজের ভিডিও ভাইরাল হয়েছিল। এই ভিডিওটিও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের নজর আকৃষ্ট করতে সক্ষম হয়। বলা হয় এটিও বেঙ্গালুরুর কোনো এক স্থানের ভিডিও। এতে দেখা যায়, বেঙ্গালুরুর স্বাগথ অনিক্স থিয়েটারে বসে ল্যাপটপে কাজ করছেন এক ব্যক্তি।


পিএনএস/এমএইউ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন