পিএনএস ডেস্ক : মানুষের প্যান্টের মাপ খুব বেশি লম্বা হয় না। তবে ২৫০ ফুট ৫ ইঞ্চি লম্বা জিন্স প্যান্ট তৈরি করে রেকর্ড করেছে চীনা একটি পোশাক ব্র্যান্ড। যেটি বিশ্বের সবচেয়ে বড় প্যান্টের তকমা পেয়ে গিনেস বুকে নাম লিখিয়েছে।
২৮ সেপ্টেম্বর চীনের গুয়াংজির ফুমিয়ানে প্রদর্শনের সময় বিশাল ডেনিম রেকর্ডটি দাবি করে। ওই প্যান্ট দৈর্ঘ্যে ৭৬ দশমিক ৩৪ মিটার এবং কোমরের পরিধি ৫৮ দশমিক ১৬৪ মিটার বা ১৯০ ফুট ১০ ইঞ্চি।
৩০ জনের বেশি দক্ষ পোশাক শ্রমিক ১৮ দিনে এই প্যান্টটি তৈরি করে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস।
পিএনএস/এএ
২৫০ ফুট লম্বা প্যান্ট বানিয়ে চীনা কোম্পানির বিশ্বরেকর্ড
20-10-2024 01:37AM