পিএনএস ডেস্ক: বন্ধুভাবাপন্ন প্রাণী হিসেবে শিম্পাঞ্জিদের বিশেষ পরিচিতি আছে। বিষয়টি আবার প্রমাণিত হয়েছে চীনের এক চিড়িয়াখানায়। সম্প্রতি দেশটির একটি চিড়িয়াখানায় শিম্পাঞ্জির খাঁচায় এক কিশোর দর্শনার্থীর জুতা পড়ে যায়, যা ফেরত দিয়েছে প্রাণীটি। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় নেটিজেনদের প্রশংসা পাচ্ছে শিম্পাঞ্জিটি।
ঘটনাটি চীনের শ্যাংডন প্রদেশের ওয়েইহাই সিটির দ্য শেনদিয়াওশান ওয়াইল্ড অ্যানিমেল নেচার রিজার্ভ নামের বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রের। ভিডিওতে দেখা যায়, ডং ডং নামের শিম্পাঞ্জিটি এক কিশোরের ফেলে দেওয়া জুতা নিয়ে খেলা করছে। পরে জুতাটি দর্শনার্থীদের দিকে ছুড়ে মারে। যাইহোক, জুতাটি কিশোরকে ফেরত দেওয়া হয়।
চিড়িয়াখানার একজন প্রাণীরক্ষক বলেন, ডং ডং অত্যন্ত বুদ্ধিমান শিম্পাঞ্জি। সে অতীতেও দর্শকদের পড়ে যাওয়া সম্পত্তি ফিরিয়ে দিয়েছে। ওই চিড়িয়াখানায় সম্প্রতি একটি শিশুর পড়ে যাওয়া জুতা একটি হাতির ফিরিয়ে দেওয়ার দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে। সূত্র: ইউপিআই
পিএনএস/আনোয়ার
খাঁচায় ফেলা জুতা ফেরত দিল শিম্পাঞ্জি
24-05-2024 10:05AM