মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে বাংলাদেশি শ্রমিক নিহত

  27-01-2025 09:52PM

পিএনএস ডেস্ক: মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। সোমবার (২৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে পেরাক রাজ্যের ইপোহ জেলার বান্দার মেরু রায়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দেশটির ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

পেরাক ফায়ার অ্যান্ড রেসক্যু ডিপার্টমেন্টের এক মুখপাত্র জানিয়েছেন, নির্মাণাধীন ভবনে কাজ করার সময় ৮ মিটার উঁচু থেকে নিচে পড়ে যান ওই বাংলাদেশি শ্রমিক। সকাল ৯টার দিকে খবর পেয়ে একটি অগ্নিনির্বাপক দল ঘটনাস্থলে পৌঁছায়। তারা ওই বাংলাদেশি শ্রমিককে অচেতন অবস্থায় পান।

তিনি জানান, উদ্ধারকর্মীরা আসার আগেই অন্য কর্মীরা তাকে খোলা জায়গায় নিয়ে আসেন। এরপর উদ্ধারকারী দলের প্রধান ঘটনাস্থলেই তাকে সিপিআর বা কার্ডিওপালমোনারি রিসাসিটেশন দেন। সিপিআর হলো একটি জীবন রক্ষাকারী চিকিৎসা পদ্ধতি, যা জরুরি অবস্থায় হৃৎপিণ্ড সচল এবং শ্বাস-প্রশ্বাস পুনরুদ্ধার করতে ব্যবহৃত হয়। তবে তাকে বাঁচানো যায়নি। কিছুক্ষণ পর তাকে মৃত ঘোষণা করা হয়।

এই কর্মকর্তা আরও জানান, পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ভুক্তভোগী বাংলাদেশির নাম-পরিচয় এখনো জানা যায়নি। শুধু বয়স ৪৩ বছর বলে জানা গেছে।

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন