রাজধানীর গুলিস্তানে বাসে আগুন

  03-12-2023 05:50PM

পিএনএস ডেস্ক: রাজধানীর গুলিস্তানে ঢাকা ট্রেড সেন্টার (উত্তর) মার্কেটের সামনের সড়কে ‘ভিক্টর ক্লাসিক’ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

আজ রবিবার দুপুর ২টা ৫০ মিনিটে এই আগুন দেওয়ার খবর পায় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান সিকদার।
তিনি বলেন, বাসে আগুন দেওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সিদ্দিকবাজার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তারা আগুন পুরোপুরি নিভিয়ে ফেলে।

পদত্যাগসহ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দাবিতে বিএনপি-জামায়াতসহ সমমনা দলের ডাকা নবম দফার অবরোধ আজ সকাল ৬টায় শুরু হয়েছে। ৪৮ ঘণ্টার এই কর্মসূচি চলবে আগামী মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত।

পিএনএস/ সোহান

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন