ভালোবেসে চুমু খাচ্ছে, সেটাতে গাত্রদাহ কেন : স্বস্তিকা

  21-12-2024 07:58PM

পিএনএস ডেস্ক: ভারতের কলকাতার মেট্রো স্টেশনে মেট্রো স্টেশনে তরুণ-তরুণীর চুমুকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় নেটিজেনরা বেশ আলোচনা-সমালোচনা করেছে।

পারিবারিক শিক্ষা-দীক্ষা নিয়েও প্রশ্ন উঠেছে। মেট্রো স্টেশনের সেই চুমু-চর্চাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে এবার স্বস্তিকা মুখার্জীর প্রশ্ন, ‘ভালোবেসে চুমু খাচ্ছে, সেটাতে গাত্রদাহ কেন?’

স্বস্তিকার কথায়, ‘গোটা পৃথিবী জুড়ে যেখানে এত নৈরাজ্য, জ্বালা, যন্ত্রণা, খেয়োখেয়ি, মারপিট, ঈর্ষা- সেখানে দুটো মানুষ তারা ভালোবেসে চুমু খাচ্ছে, সেটাতে গাত্রদাহ কেন? ভালোবাসা থেকে যাতে মানুষের আশাভরসা, বিশ্বাস বিলুপ্ত না হয়, তার জন‌্য তো যাদের ভালোবাসি, তাদের হাত ধরে হাঁটা উচিত, তাদের চুমু খাওয়া উচিত।’

‘সেটা জনসমক্ষে অশ্লীল পর্যায়ে চলে না গেলে কারও কেন এটা নিয়ে মাথাব্যথা থাকবে? যাদের জীবনে প্রেম আছে, ভালোবাসা আছে, তাদের সবার উচিত ঘণ্টায় ঘণ্টায় মেট্রো স্টেশনে গিয়ে চুমু খাওয়া।’

এরপর বলেন, ‘প্রেমের প্রকাশ স্বাভাবিক, সহজাত। সেই প্রকাশ কোনও বাধা মানে না। কত ভিড়ের মাঝেই তো প্রিয়জনের চোখে চোখ রেখে হারিয়ে যাওয়া যায়। প্রেমের আবহ এমনই যে ক্ষণে ক্ষণেই মনে হয় সমাজ সংসার মিছে, সব মিছে এ জীবনের কলরব।’

অভিনেত্রীর ভাষ্য, ‘যে লুকিয়ে-চুরিয়ে ছবি তুলছে, সে কি সেই যুগলের অনুমতি নিয়েছে ছবি তোলার আগে? এই লোকটার মানসিকতা ততটাই কদর্য, যতটা যারা ক্যামেরা বসিয়ে মানুষের ব‌্যক্তিগত মুহূর্ত ক্যামেরাবন্দি করে, যারা পাশের বাড়িতে কী হচ্ছে দেখার জন‌্য জানলা খুলে দেখে।’

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন