পিএনএস ডেস্ক : ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস (মেডিকেল) ভর্তি পরীক্ষা আগামী ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে ভর্তি কমিটির সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলসহ (বিএমডিসি) ভর্তি পরীক্ষা সংশ্লিষ্ট সব অংশীজন অংশ নেন। এতে পরীক্ষার তারিখ ৯ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়।
সভায় অংশ নেওয়া ঊর্ধ্বতন কর্মকর্তাসহ একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
পিএনএস/শাওন
জানা গেল মেডিকেলের ভর্তি পরীক্ষার তারিখ
07-12-2023 11:51PM