বিদ্যুতে ব্যবহৃত গ্যাসের দাম বাড়লো

  27-02-2024 06:33PM

পিএনএস ডেস্ক: বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত গ্যাসের দাম প্রতি ঘনমিটারে ৭৫ পয়সা বাড়ানো হয়েছে। একই সঙ্গে কলকারখানায় ব্যবহৃত ক্যাপটিভ বিদ্যুতের গ্যাসের দামও প্রতি ঘনমিটার ৭৫ পয়সা বাড়িয়েছে সরকার। তবে বাসাবাড়ি ও পরিবহন খাতে ব্যবহৃত গ্যাসের দাম বাড়েনি৷

মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে ক্যাপটিভ বিদ্যুৎ কেন্দ্রের গ্যাসের দাম বাড়ানোর তথ্য জানানো হয়।

ফেব্রুয়ারি থেকে নতুন এই মূল্যহার কার্যকর হবে।

বর্তমানে বিদ্যুৎ কেন্দ্রগুলোতে (সরকারি, আইপিপি ও রেন্টাল) ব্যবহার করা প্রতি ইউনিট গ্যাসের দাম ১৪ টাকা, যা বাড়িয়ে করা হয়েছে ১৪ টাকা ৭৫ পয়সা। আর ক্যাপটিভ বিদ্যুতের প্রতি ইউনিটের দাম ৩০ টাকা থেকে বেড়ে হয়েছে ৩০ টাকা ৭৫ পয়সা।

গ্যাসের দাম বেড়ে যাওয়ায় বিদ্যুতের উৎপাদন খরচ বাড়বে। তবে পহেলা মার্চ থেকে বিদ্যুতের দাম বাড়বে বলে ঘোষণা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন