ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে কুমিল্লায় তরুণকে কুপিয়ে হত্যা

  27-12-2024 03:00AM

পিএনএস ডেস্ক: ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় শফিউল্লাহ (১৮) নামে এক তরুণকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে উপজেলা সদরের দক্ষিণ ব্রাহ্মণপাড়া খানকা শরীফ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে ব্রাহ্মণপাড়া সদরে ডাব বিক্রেতা এরশাদ মিয়ার ছোট ছেলে সানাউল্লাহর সঙ্গে একই এলাকার জহিরুল ইসলামের ছেলে হৃদয়ের কথা বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে হৃদয় সানাউল্লাহকে চর-থাপ্পড় মারেন। সানাউল্লাহর বড় ভাই শফিউল্লাহ কয়েকজন লোক নিয়ে ঘটনা সম্পর্কে জানতে যান। এ সময় কথাবার্তার একপর্যায়ে হৃদয়ের নেতৃত্বে ৭-৮ জন শফিউল্লাহকে ছুরিকাঘাত করেন।

পরে স্থানীয়রা শফিউল্লাহকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে স্বজনরা সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শফিউল্লাহকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নিহত সফিউল্লাহর বাবা এরশাদ মিয়া বলেন, আমার ছেলেকে পরিকল্পিতভাবে হৃদয় ও তার সহযোগীরা ছুরিকাঘাত করে মেরে ফেলেছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।

ব্রাহ্মণপাড়ায় থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া বলেন, ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে শফিউল্লাহকে হত্যা করা হয়েছে। নিহতের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় এখানো কোনো মামলা হয়নি।

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন