২৪ এপ্রিল থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী

  17-04-2024 12:28AM

পিএনএস ডেস্ক : আগামী ২৪ এপ্রিল থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্যাংককে ইউএনএসকাপ কমিশনের ৮০তম সভা এবং দ্বিপক্ষীয় সফরে ২৭ এপ্রিল পর্যন্ত তিনি দেশটি সফর করবেন বলে জানা গেছে। প্রধানমন্ত্রীর এই সফরে ছয়টি চুক্তি হতে পারে আশা করা হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, প্রস্তুতি নিচ্ছি। মঙ্গলবার (১৬ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে শীর্ষ পর্যায়ের সফর নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে প্রধানমন্ত্রীর নির্ধারিত সৌদি আরব ও গাম্বিয়া সফর বাতিল করা হয়েছে বলে জানিয়েছে একাধিক সূত্র। সৌদি আরবে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের বিশেষ বৈঠক এবং গাম্বিয়াতে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য সফরের কথা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

এ বিষয়ে একজন কর্মকর্তা বলেন, মঙ্গলবার বিকালেও প্রধানমন্ত্রীর কার্যালয়ে ওই তিনটি সফরে যাওয়ার বিষয়ে আলোচনা হয়। কিন্তু রাতে এ সফর বাতিলের বিষয়ে সংশ্লিষ্টদের জানানো হয়।

পিএনএস/শাওন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন