পিএনএস ডেস্ক : পরিবেশ অধিদফতরের মহাপরিচালক ড. আব্দুল হামিদ বলেছেন, সেন্টমার্টিন বাংলাদেশের একমাত্র প্রবালদ্বীপ। এ দ্বীপের বৈচিত্র ও পরিবেশ রক্ষায় অনেকগুলো পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে, পর্যটক সীমিত করণ। অর্থাৎ, রেজিস্ট্রেশন বা অনুমতি ছাড়া কোনো পর্যটক সেন্টমার্টিন যেতে পারবে না।
বৃহস্পতিবার কক্সবাজার শহরের একটি হোটেলে সেন্টমার্টিন দ্বীপে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধে কনসালটেশন সেমিনারে এ কথা বলেন তিনি।
ড. আব্দুল হামিদ বলেন, সেন্টমার্টিনে পর্যটক সীমিত করে পরিবেশ রক্ষার পাশাপাশি সেখানকার মানুষের জীবনমান উন্নয়নের জন্য কাজ করা হবে। কক্সবাজার শহরকে গুরুত্ব দিয়ে প্লাস্টিক মুক্ত করার জন্য খুব দ্রুত কাজ শুরু করা হবে।
এ সময় সাগরকে প্লাস্টিক মুক্ত রাখতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
পরিবেশ অধিদফতরের মহাপরিচালক আরো বলেন, পাহাড় কাটা ও জলাশয় ভরাটের বিষয়ে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এজন্য মন্ত্রণালয় থেকে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। দেশের নদীগুলোর দূষণ নিয়ে আমরা কাজ করছি। নদীগুলোকে দুষণমুক্ত রাখার জন্য এরই মধ্যে পরিবেশ অধিদফতর বেশকিছু পদক্ষেপ গ্রহণ করেছে।
পিএনএস/এএ
রেজিস্ট্রেশন ছাড়া যাওয়া যাবে না সেন্টমার্টিন
05-09-2024 09:11PM