পিএনএস ডেস্ক: বাংলা বর্ষপঞ্জি অনুযায়ী কার্তিক মাস প্রায় শেষের দিকে। সাধারণত এই সময় তাপমাত্রা কমে শীতের আবহ শুরু হয়। কিন্তু রাজধানীতে সেই প্রভাব দেখা যাচ্ছিল না। তীব্র তাপদাহ না থাকলেও গরমের অনুভূতি ছিল বেশ। তবে হঠাৎ রাজধানীতে শিলাবৃষ্টির দেখা মিলেছে। এতে গরমের অনুভূতি কমে কিছুটা স্বস্তি নেমেছে নগরজীবনে।
মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যার পর রাজধানীর বিভিন্ন জায়গা বৃষ্টি হতে দেখা গেছে। সেই সঙ্গে কিছু কিছু জায়গায় শিলাবৃষ্টি হওয়ারও খবর পাওয়া গেছে। বৃষ্টির কারণে নগরীর তাপমাত্রা কিছুটা কমেছে।
রাত ১টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত নগরীর বিভিন্ন জায়গায় বজ্রপাতের খবর পাওয়া গেছে। রাতেও বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে।
এদিকে আবহওয়াবিদরা বলছেন, সন্ধ্যায় রাজধানীতে ৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে এই বৃষ্টি খুব অস্বাভাবিক নয়। এই সময় মাঝে মাঝে বৃষ্টি হয়। আর এই বৃষ্টিই শীতের আবহ তৈরি করে।
মঙ্গলবার সন্ধ্যা ৬টায় থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, লঘু চাপের বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এতে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়াগায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এর ফলে সারাদেশের রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরো জানায়, ভোরের দিকে সারাদেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
পিএনএস/রাশেদুল আলম
হঠাৎ শিলাবৃষ্টিতে কমেছে গরমের অনুভূতি
06-11-2024 01:54AM