পিএনএস ডেস্ক: চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে ধারালো অস্ত্রসহ ডাকাত দলের আট সদস্যকে গ্রেপ্তার করেছে সিএমপির বিশেষ টহল টিম।
মঙ্গলবার (৫ নভেম্বর) সিএমপি সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে সোমবার রাত দেড়টার দিকে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় তাদেরকে গ্রেপ্তার করা হয়।
সিএমপি সূত্র জানায়, এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বিশেষ টহল দলের ডিউটির সময় বন্দর থানাধীন গোসাইলডাঙ্গাস্থ সাবের প্লাজা ভবনের সামনে এক্সপ্রেসওয়ের ওপর কতিপয় দুষ্কৃতকারী ডাকাতির উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্রসহ সমবেত হয়। এরপর ডাকাতি করার প্রস্তুতি গ্রহণকালে মধ্যরাত দেড়টায় ডাকাত দলের আট সদস্যকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. আরমান (১৯), মো. ইসমাইল হাসান (১৯), মো. রাকিবুল হাসান (১৯), মো. পারভেজ (১৫), মাঈন উদ্দিন (১৭), মো. রিয়াদ হোসেন (১৫), সাব্বির হোসেন (১৬) ও সামিউল রহমান প্রকাশ শুভ (১৫)। তাদের কাছ থেকে ২টি ছোরা, ডাকাতির কাজে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা এক্সপ্রেসওয়েতে অবৈধ অস্ত্রশস্ত্রসহ ডাকাতির উদ্দেশ্যে সমবেত হয়েছিল বলে স্বীকার করে।
পিএনএস/রাশেদুল আলম
ধারালো অস্ত্রসহ ৮ ডাকাত গ্রেপ্তার
05-11-2024 10:42PM