প্রথম আলোর কার্যালয়ের সামনে বিক্ষোভ, পুলিশের ধাওয়া

  24-11-2024 08:27PM

পিএনএস ডেস্ক: রাজধানীর কাওরান বাজারে দৈনিক প্রথম আলোর কার্যালয়ের সামনে বিক্ষোভকারীদের ধাওয়া দিয়ে সরিয়ে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে বিক্ষোভকারীদের পরিচয় জানা যায়নি। রোববার (২৪ নভেম্বর) সন্ধ্যার পর এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলোর কার্যালয়ের সামনে একদল বিক্ষোভকারী অবস্থান করছিল। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায় এবং তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে বিক্ষোভকারীদের ধাওয়া দেয় পুলিশ। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশকে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিচার্জ করতে দেখা যায়।

বর্তমানে পুলিশ সদস্যরা প্রথম আলো অফিসের সামনে অবস্থান করছেন। পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক না হলেও তারা সতর্ক অবস্থায় রয়েছেন।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. ইসরাইল হাওলাদার ঢাকা পোস্টকে বলেন, সন্ধ্যার পর প্রথম আলো অফিসের সামনে একটি ঝামেলা হয়েছিল। তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

খোঁজ নিয়ে জানা যায়, দুপুরে রাজধানীর কাওরান বাজারে প্রথম আলো কার্যালয়ের সামনে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে জোড়া গরু জবেহ কর্মসূচি শুরু করে বিক্ষোভকারীরা। পরে তারা কালো রঙের একটি গরু জবাই করেন।

বিক্ষোভকারীরা জানান, প্রথম আলো ও ডেইলি স্টার ভারতীয় আগ্রাসনে সহায়তা করছে। তাই তাদের তওবা করার জন্য এ জিয়াফত কর্মসূচি করা হচ্ছে। এখানেই রান্না করে সবাইকে খাওয়ানো হবে।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন