পিএনএস ডেস্ক: বাগেরহাটের মোড়েলগঞ্জে অফিসের আবাসিক কক্ষ থেকে এক এনজিও কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
রবিবার বিকেল ৩টার দিকে মো. সবুর মলঙ্গী (৫২) নামের ওই কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়।
সবুর মলঙ্গী সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাচরখি গ্রামের আবুল হাসেম মলঙ্গীর ছেলে। তিনি একটি এনজিওর প্রকল্প সমন্বয়কারী ছিলেন।
সবুর মলঙ্গীর সহকর্মী মো. সাইফুল ইসলাম বলেন, সহকর্মীরা তাকে নিজ বিছানায় মৃত অবস্থায় পান। পরে বিকেল সাড়ে ৩টার দিকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সন্ধ্যা ৭টার দিকে সবুর মলঙ্গীর বড় ভাই মোক্তার হোসেন মলঙ্গী ও তার কয়েকজন সহকর্মী মরদেহ নিয়ে সাতক্ষীরার উদ্দেশে রওনা হন।
সবুর মলঙ্গীর মৃত্যুর বিষয়ে পরিবারের কোনো অভিযোগ না থাকায় পুলিশের হস্তক্ষেপ ছাড়াই মরদেহ হস্তান্তর করে হাসপাতাল কর্তৃপক্ষ।
সবুর মলঙ্গীর স্ত্রী রুকসানা বেগম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে বলে জানা গেছে।
এসএস
বাগেরহাটে এনজিও কর্মকর্তার মরদেহ উদ্ধার
24-11-2024 09:03PM