আয়ারল্যান্ডের সিরিজের জন্য চলছে টাইগ্রেসদের প্রস্তুতি

  24-11-2024 09:15PM

পিএনএস ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলতে ঢাকায় এসে পৌঁছেছে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। আগামী ২৭ নভেম্বর মিরপুর শের-ই বাংলায় শুরু হবে ওয়ানডে সিরিজ। আর এই সিরিজকে সামনে রেখে অনুশীলন শুরু করেছেন টাইগ্রেসরা।

রোববার (২৪ নভেম্বর) নারী ক্রিকেটারদের অনুশীলনের বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

একটি ছবিতে দেখা যায় কোচের নেতৃত্বে রানিং করছেন ক্রিকেটাররা। এ ছাড়াও বোলিং করতে দেখা গেছে মারুফা আক্তার ও জাহানারা আলমকে।

আইরিশ বিপক্ষে ওয়ানডে সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের মেয়েদের জন্য। কারণ, ৩-০ ব্যবধানে সিরিজ ঘরে তুলতে পারলে আসন্ন ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে বাংলাদেশ।সিরিজের বাকি দুই ম্যাচ ৩০ নভেম্বর ও ২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড:
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহঅধিনায়ক), মুর্শিদা খাতুন, ফারজানা হক, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্না আক্তার, রিতু মনি, রাবেয়া খান, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, সুলতানা খাতুন, তাজ নেহার, সানজিদা আক্তার মেঘলা।

স্ট্যান্ড বাইঃ দিলারা আক্তার, দিশা বিশ্বাস, জান্নাতুল ফেরদৌস সুমনা, শারমিন সুলতানা, ফারিহা ইসলাম তৃষ্ণা।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন