পিএনএস ডেস্ক: সিটি গ্রুপের প্রতিষ্ঠাতা ফজলুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ। গভীর শ্রদ্ধা ও নানা কর্মসূচির মাধ্যমে দিনটি স্মরণ করছেন সিটি গ্রুপের কর্মকর্তা-কর্মচারী ও পরিজনরা।
মরহুম ফজলুর রহমানের প্রতিষ্ঠিত সিটি গ্রুপে আজ প্রায় ২৫ হাজার মানুষের স্বপ্নের কর্মস্থল। ক্ষণজন্মা এ মানুষটি ১৯৭২ সালে সরিষার তেল উৎপাদন দিয়ে যে স্বপ্নযাত্রা শুরু করেছিলেন, আজ তা ৪০টিরও বেশি শিল্প প্রতিষ্ঠানের এক বিশাল ব্যবসায়িক সাম্রাজ্য- সিটি গ্রুপ।
১৯৭২ সালের ৬ ফেব্রুয়ারি সরিষার তেল উৎপাদনের উদ্যোগ নেওয়ার মধ্য দিয়ে সিটি গ্রুপের কার্যক্রম ফজলুর রহমানের হাত ধরে শুরু হয়। প্রথম উদ্যোগ সফল হওয়ার পর সিটি গ্রুপ নতুন নতুন ক্ষেত্রে বিনিয়োগ শুরু করে। এ সময় মূলত উৎপাদন, শিল্পোদ্যোগ ও ট্রেডিংয়ে বিনিয়োগ করা হয়।
‘৯০ দশকের গোড়ার দিকে আরও একাধিক প্রকল্প ও উদ্যোগ নেয় সিটি গ্রুপ। বর্তমানে শিল্পগোষ্ঠীটির অধীনে রয়েছে ৪০টিরও বেশি প্রতিষ্ঠান। প্রায় ২৫ হাজার লোক এসব প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট রয়েছেন। প্রতিষ্ঠানটির বার্ষিক টার্নওভার প্রায় ২৫ হাজার কোটি টাকা। অভ্যন্তরীণ বাজারের পাশাপাশি ময়দা ও তেলসহ নানা পণ্য যাচ্ছে যুক্তরাষ্ট্র, চীন, জাপান, মালয়েশিয়া, ভারত, কম্বোডিয়া ও নেপালে।
পিএনএস/আনোয়ার
সিটি গ্রুপের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী আজ
25-12-2024 03:40PM