মোজাম্বিকে দূতাবাস চালু করার দাবি

  27-12-2024 03:20PM

পিএনএস ডেস্ক: বাংলাদেশিদের জন্য জরুরিভাবে দূতাবাস চালু করাসহ চারটি দাবি জানিয়েছেন মোজাম্বিক প্রবাসী বাংলাদেশ কমিউনিটি। শুক্রবার (২৭ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের মওলানা আকরম খাঁ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি মো. আব্দুল মতিন বলেন, আমরা প্রায় দশ হাজারের মতো বাংলাদেশি পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিকে প্রায় ৩৩ বছর যাবৎ বসবাস ও ব্যবসা বাণিজ্য করে আসছি। তিলে তিলে গড়ে তুলেছি হাজার হাজার কোটি টাকার সম্পত্তি ও ব্যবসা বাণিজ্য। কিন্তু চলতি বছরের সেপ্টেম্বরের ১০ তারিখে মোজাম্বিকে জাতীয় নির্বাচনের ফলাফল কেন্দ্র করে সরকারি দল ও বিরোধীদলের রেশারেশির কারণে আমদের ব্যবসা প্রতিষ্ঠান ও দোকান পাট ভাঙচুর করা হয়। নব্বই শতাংশ ব্যবসা প্রতিষ্ঠান লুট করা হয়।

এ অবস্থায় বাংলাদেশ সরকারের নিকট দাবি গুলো হলো-

১. জরুরিভাবে আর্ন্তজাতিক সংস্থার মাধ্যমে আমাদের বর্তমানে যা আছে তার নিরাপত্তার ব্যবস্থা করা

২. মোজাম্বিকে জরুরিভাবে বাংলাদেশিদের জন্য একটি দূতাবাসের ব্যবস্থা করা

৩. লুটপাটের কারণে যারা একেবারে নিঃস্ব হয়ে গেছে তাদেরকে বাংলাদেশ সরকারের মাধ্যমে নিরাপত্তা ও পুর্নবাসনের ব্যবস্থা করতে হবে

৪. যে সব বাংলাদেশিদের মোজাম্বিকে স্থায়ীভাবে নিজস্ব ঘরবাড়ি, দোকানপাট, গোডাউন আছে তাদের নিরাপত্তার জন্য মোজাম্বিক সরকারের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের মাধ্যমে নিরাপত্তার ব্যবস্থা করা।

সংবাদ সম্মেলনে মোজাম্বিক প্রবাসী বাংলাদেশ কমিউনিটির সহ-সভাপতি মাওলানা সামছুল হকসহ আরও অনেক নেতারা উপস্থিত ছিলেন।

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন