শেখ হাসিনাকে ফেরানোর চিঠির উত্তর দেয়নি ভারত: প্রেস সচিব

  05-01-2025 07:30PM

পিএনএস ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত আনার বিষয়ে ভারতের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রোববার (৫ জানুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যু নিয়ে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

প্রেস সচিব বলেন, শেখ হাসিনাকে ফেরত আনার চিঠির কোনো উত্তর এখনও ভারত দেয়নি। শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা করবে অন্তর্বর্তী সরকার। না পারলে পরবর্তী সরকার চেষ্টা করবে। এটা জাতির আকাঙ্ক্ষা, জাতির দায়। শেখ হাসিনাকে ফিরিয়ে এনে তাকে বিচারের আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, হাসিনার আমলের পাপাচারের শেষ নাই। আয়নাঘর, বিডিআর হত্যাকাণ্ড, শাপলাচত্বর হত্যাকাণ্ড, সাঈদীর ফাঁসির রায় পরবর্তী হত্যাকাণ্ডসহ অসংখ্য গুম খুন করা হয় তার আমলে। সেই সঙ্গে রাতের ভোটসহ অসংখ্য অপরাধ করেছেন হাসিনা। তার বাবার হত্যাকারীদের যেভাবে বিভিন্ন দেশ থেকে ফিরিয়ে এনেছিল তাকেও সেভাবে ফেরাতে হবে।
প্রেস সচিব বলেন, বন্দিদের অনেকেই আয়নাঘরে দিনের পর দিন আটকে থাকার কথা বন্দিশালায় লিখে রেখেছেন। আয়নাঘরে গণমাধ্যমকর্মীদের পরিদর্শনের সুযোগ করে দেওয়া হবে। সেখানে গেলে আপনারা (গণমাধ্যমকর্মীরা) দেখতে পাবেন কীভাবে বিগত সরকার নিরীহ মানুষকে দিনের পর দিন আটকে রেখে অত্যাচার করেছে।

এদিকে শুক্রবার (৩ জানুয়ারি) সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘এক সপ্তাহ আগে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে বাংলাদেশের বার্তা পাওয়ার কথা জানিয়েছিলাম। তবে প্রাপ্তিস্বীকারের বাইরে এ বিষয়ে নতুন করে আর কিছু বলার নেই।’

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন