১৫ ইটভাটা বন্ধের নির্দেশ, সোয়া কোটি টাকা জরিমানা

  06-01-2025 08:27PM

পিএনএস ডেস্ক: অবৈধ ইটভাটার বিরুদ্ধে পাঁচটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩৮টি মামলার মাধ্যমে এক কোটি ২৪ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। অভিযানে ১১টি ইটভাটার চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ করা হয় এবং ১৫টি ইটভাটা বন্ধের নির্দেশনা দেওয়া হয়।

সোমবার (৬ জানুয়ারি) পরিবেশ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপঙ্কর বর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যানবাহনের কালো ধোঁয়া নির্গমনের বিরুদ্ধে একটি ভ্রাম্যমাণ আদালত সাত চালককে সতর্ক করে। শব্দদূষণ প্রতিরোধে আরও একটি ভ্রাম্যমাণ আদালত সাতটি যানবাহনের চালককে সতর্ক করে এবং তিনটি হাইড্রোলিক হর্ন জব্দ করে।

পলিথিনবিরোধী অভিযানে একটি ভ্রাম্যমাণ আদালত তিনটি প্রতিষ্ঠান থেকে ৯ হাজার টাকা জরিমানা আদায় করে এবং ২৯ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করে। বায়ুদূষণের কারণে খোলা অবস্থায় নির্মাণসামগ্রী রাখার অপরাধে তিনটি ভ্রাম্যমাণ আদালত ছয়টি প্রতিষ্ঠান থেকে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করে। এছাড়া সাভার উপজেলায় একটি চারকোল কারখানার কার্যক্রম বন্ধ করা হয়।

গত ২ থেকে ৬ জানুয়ারি পর্যন্ত পরিচালিত মোট ৩৫টি ভ্রাম্যমাণ আদালত ৯৭টি মামলার মাধ্যমে দুই কোটি ৫৬ লাখ ৭৭ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়। ৩২টি ইটভাটার চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ এবং ১৪টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের উদ্যোগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদনে পরিবেশ মন্ত্রণালয়ের ১১ কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা এসব অভিযানে নেতৃত্ব দিচ্ছেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দূষণ বিরোধী এ বিশেষ অভিযান চলমান থাকবে।

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন