বিনিয়োগকারীদের টাকা ফেরত দিয়ে ফের ব্যবসায় ফিরতে চায় ডেসটিনি

  06-01-2025 04:15PM

পিএনএস ডেস্ক: এক দশকেরও বেশি সময় বন্ধ থাকার পর বিতর্কিত বহুমুখী বিপণন (এমএলএম) কোম্পানি ডেসটিনি ২০০০ লিমিটেড নতুন করে ব্যবসায় ফিরে আসার ঘোষণা দিয়েছে। একই সঙ্গে, বিনিয়োগকারীদের অর্থ ফেরত দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে প্রতিষ্ঠানটি। তবে অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়ায় সম্পদ বিক্রি নয়, বরং ব্যবসার মাধ্যমে তা সম্পন্ন করার পরিকল্পনা করা হয়েছে।

রোববার রাজধানীর কাকরাইলে আইডিইবি মিলনায়তনে অনুষ্ঠিত কোম্পানিটির ‘২৫ বছরে পদার্পণ’ অনুষ্ঠানে এমন ঘোষণা দেওয়া হয়।

দীর্ঘ এক যুগ বন্ধ থাকার পর নতুন করে ব্যবসায়ে ফেরার ঘোষণা দিয়েছে ডেসটিনি। সভায় বক্তারা আরো বলেন, যত টাকা আত্মসাৎ হয়েছে বলে বলা হয়, তার চেয়ে অনেক বেশি সম্পদ রয়েছে ডেসটিনির। তাই এত বছরেও গ্রাহকেরা হাল ছাড়েননি। ব্যবসা করবেন বলে তাঁরা নতুন করে আশায় বুক বেঁধেছেন।

স্বতন্ত্র পরিচালক আহমেদ মুশফেক আনামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আদালতের নিয়োগ করা ডেসটিনি ২০০০–এর চেয়ারম্যান সুপ্রিম কোর্টের আইনজীবী প্রশান্ত ভূষণ বড়ুয়া।

উল্লেখ্য ডেসটিনির এই আলোচনার পরেই দেশজুড়েই আবারো আলোচনার ইস্যু ডেসটিনি।গ্রাহকরা বলছেন ডেসটেনির এমন আলোচনায় তারা এখনো পুরোপুরি নিশ্চিত হতে পারছেন না,ডেসটিনি আসলেই তার কথা কতটুকু রাখবে।

পিএনএস/ এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন