পরিত্যক্ত অবস্থায় ভাষানটেকে ৫৭৪ রাউন্ড গুলি উদ্ধার

  06-01-2025 02:36AM

পিএনএস ডেস্ক: রাজধানীর ভাষানটেক এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৫৭৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। রোববার (৫ জানুয়ারি) ভাষানটেক থানার দেওয়ানপাড়া এলাকা থেকে গুলিগুলো উদ্ধার করা হয়েছে বলে জানান ডিএমপির ডিসি (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান।

মুহাম্মদ তালেবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ জানতে পারে ভাষানটেক এলাকার দেওয়ানপাড়ার বিসমিল্লাহ লেক ভিউ টাওয়ারের খালি প্লটের ভেতর পরিত্যক্ত অবস্থায় অনেকগুলো গুলি পড়ে আছে। এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল থেকে একটি সিমেন্টের বস্তার ভেতরে ইট দিয়ে ঢাকা পরিত্যক্ত অবস্থায় ৫৭৪ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।

উদ্ধারের পর দেখা যায় ১১টি চার্জারে ১০ রাউন্ড করে ৪১০ রাউন্ড গুলি, ১২টি চার্জারে ৯৬ রাউন্ড গুলি, চার্জার ছাড়া ৬৪ রাউন্ড গুলি এবং ভাঙাগুলি ৪ রাউন্ড। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ডিএমপির এ কর্মকর্তা।

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন