পিএনএস ডেস্ক: চীনে এইচএমপিভি সংক্রমণ ব্যাপক আকার ধারণ করার মধ্যে ভারতেও হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) সংক্রমণের সংখ্যা বৃদ্ধির ঘটনা সামনে এসেছে। মঙ্গলবার পর্যন্ত ৭টি সংক্রমণের খবর জানা গেছে।
সরকারিভাবে কর্ণাটকের বাঙ্গালুরুতে দু’টি, তামিলনাডুর চেন্নাই ও সালেমে দু’টি এবং গুজরাটের আমেদাবাদে একটি এইচএমপিভি সংক্রমণের বিষয় সোমবারই নিশ্চিত করা হয়েছে। এছাড়া কলকাতাতেও এক শিশুর শরীরে এই ভাইরাস পাওয়া গিয়েছিল বলে মিডিয়া সূত্রে জানা গিয়েছে। মহারাষ্ট্রের নাগপুরেও দুই জনের শরীরে এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে বলে মঙ্গলবার জানা গেছে। সংক্রমিতদের এক জনের বয়স সাত বছর এবং অপর জনের ১৩ বছর। দু’জনেরই জ্বর এবং সর্দিকাশির উপসর্গ ছিল। নাগপুরের এক হাসপাতালে তাদের লালারসের নমুনা পরীক্ষা করা হলে এইচএমপিভি সংক্রমণ ধরা পড়ে।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, দু’জনের কাউকেই হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা করানোর প্রয়োজন হয়নি। আপাতত বাড়িতেই চিকিৎসা চলছে তাদের। উভয়েরই শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল।
ভারতের স্বাস্থ্যমন্ত্রী এক উচ্চ পর্যায়ের বৈঠক শেষে জানিয়েছেন, এই ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই। জনগণকে আশ্বস্ত করে তিনি বলেন, এইচএমপিভির মতো ভাইরাসের অস্তিত্ব দেশে ইতিমধ্যেই রয়েছে। এখন স্বাস্থ্য পরিষেবার যা পরিকাঠামো, তাতে এই রোগের মোকাবিলা করায় কোনও সমস্যা নেই। তাই দেশবাসীকে শান্ত এবং সতর্ক থাকতে অনুরোধ করেছেন তিনি। স্বাস্থ্য মন্ত্রক সূত্রে বলা হয়েছে, ভারতে শ্বাসকষ্টজনিত রোগের কোনও প্রাদুর্ভাব ঘটেনি।
চীনে সম্প্রতি এইচএমপি ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ায় বিশ্ব জুড়ে উদ্বেগ বেড়েছে। চীন অবশ্য জানিয়েছে, এটি একটি মৌসুমি সংক্রমণ। এটিকে শুধুমাত্র ‘শীতকালীন সংক্রমণ’ বলেই ব্যাখ্যা করছে চীন। চীনের পরিস্থিতির উপর নজর রাখছে ভারত। ২০০১ সালে প্রথম এই ভাইরাস শনাক্ত হয় বলে জানা যায়।
পিএনএস/আনোয়ার
ভারতে বাড়ছে এইচএমপিভি সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ
07-01-2025 01:47PM