সকাল সাড়ে ৯টায় লন্ডনে পৌঁছাবেন খালেদা জিয়া

  08-01-2025 01:15AM

পিএনএস ডেস্ক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বুধবার সকাল সাড়ে ৯টায় যুক্তরাজ্যের লন্ডনে পৌঁছানোর কথা। সেখানে তাকে স্বাগত জানাবেন তার বড় ছেলে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (৭ জানুয়ারি) খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন গণমাধ্যমকে এসব তথ্য দেন। তিনি বলেন, “ম্যাডামকে (খালেদা জিয়া) বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকা থেকে প্রথমে কাতারের দোহায় যাবে। সেখানে যাত্রাবিরতি শেষে লন্ডনের উদ্দেশে রওনা দেবে। স্থানীয় সময় বুধবার সকাল সাড়ে ৯টায় লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা বিমানটির। সেখানে লন্ডন ক্লিনিকের চিকিৎসকরাও উপস্থিত থাকবেন।” “হিথ্রো বিমানবন্দরে ম্যাডামকে স্বাগত জানাবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান,” বলেন তিনি।

এজেডএম জাহিদের দেওয়া তথ্য অনুযায়ী, খালেদা জিয়াকে হিথ্রো বিমানবন্দর থেকে সরাসরি অ্যাম্বুলেন্স করে নিয়ে যাওয়া হবে লন্ডন ক্লিনিকে। সেখানেই তাকে ভর্তি করা হবে। এ সময় তার গাড়ি বহরে যুক্ত হবে লন্ডন ক্লিনিকের চিকিৎসকদেরও গাড়ি।

হিথ্রো বিমানবন্দরের মূল টার্নিনালে খালেদা জিয়াকে স্বাগত জানাতে তারেক রহমানের সঙ্গে উপস্থিত থাকবেন তার সহধর্মিনী জোবাইদা রহমান ও তাদের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। এ সময় লন্ডন বিএনপির শীর্ষ নেতাদেরও সেখানে থাকার কথা রয়েছে।

খালেদা জিয়া এর আগে সর্বশেষ লন্ডন গিয়েছিলেন ২০১৭ সালের ১৫ জুলাই। সেবার তিনি তারেক রহমানের বাসায় উঠেছিলেন।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বয়স এখন ৭৯ বছর। দীর্ঘদিন ধরে তিনি লিভার সিরোসিস, কিডনি ও হার্টের জটিলতা, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ বিভিন্ন রোগে ভুগছেন। ঢাকায় বেশ কয়েকবার তার শারীরিক অবস্থার অবনতি হয়।

২০১৮ সালে কারাদণ্ড হয় খালেদা জিয়ার; জেলে যেতে হয় তাকে। তারপর থেকে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। ওই অবস্থায় উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিতে সরকারের কাছে তার দল, পরিবার ও মেডিকেল বোর্ড আবেদন করে; তবে তাতে সাড়া দেয়নি আগের সরকার।

বিদেশে নিয়ে খালেদা জিয়ার সর্বাধুনিক চিকিৎসা নিশ্চিত করার জন্য বিএনপি টানা আন্দোলন করে এসেছে। এই সময় তার অসুস্থতা নিয়ে আওয়ামী লীগ সরকারের অনেকে কটূক্তিও করেছে। তবু বিদেশে নিয়ে চিকিৎসার দাবিতে অনড় ছিলেন বিএনপির নেতাকর্মীরা। শেষপর্যন্ত শেখ হাসিনা সরকারের পতনের পর সেই সুযোগ আসে। অবশেষে তিনি লন্ডনের উদ্দেশে রওনা দিলেন।

এর আগে মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে ঢাকার গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে রওনা দিয়ে পথে নেতাকর্মীদের ঢলে গাড়ি বহর ধীরে এগোনোয় বিমানবন্দরে পৌঁছাতে তার প্রায় আড়াই ঘণ্টা লেগে যায়। রাত ১১টার কিছু আগে তিনি বিমানবন্দরে পৌঁছান, ১১টা ১০ মিনিটের দিকে তিনি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে চড়ে বসেন। তার আগে বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে তাকে বিদায়ী শুভেচ্ছা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা।

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন