প্রেস কাউন্সিল বিলুপ্ত করে নতুন প্রতিষ্ঠান করা হবে: গণমাধ্যম সংস্কার কমিশন

  08-01-2025 02:33AM

পিএনএস ডেস্ক: খুব শিগগিরই প্রেস কাউন্সিল বিলুপ্ত করে নতুন প্রতিষ্ঠান দাঁড় করানো হবে বলে মন্তব্য করেছেন গণমাধ্যম সংস্কার কমিশনের চেয়ারম্যান কামাল আহমেদ। মঙ্গলবার (০৭ জানুয়ারি) তিন পার্বত্য জেলা রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

চেয়ারম্যান বলেন, বর্তমান প্রেস কাউন্সিল তার গ্রহণযোগ্যতা হারিয়েছে। প্রতিষ্ঠানটি অকেজো হয়ে পড়েছে। গণমাধ্যম সংস্কারের জন্য সব থেকে বড় অংশীজন হলো জনসাধারণ। তাদের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। এই লক্ষ্যে গণজরিপের কাজ আজ শেষ হয়েছে। সাংবাদিকদের বেতন কাঠামো, অর্থনৈতিক নিরাপত্তা ও জীবনের নিরাপত্তা বিধানে প্রয়োজনীয় সুপারিশ করা হবে।

সভায় গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য কামরুননেছা হাসান, মোস্তফা সবুজ, আবদুল্লাহ আল মামুন এবং বিভিন্ন দৈনিক ও অনলাইন সংবাদপত্রের সম্পাদক এবং তিন পার্বত্য জেলার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় গণমাধ্যমকর্মীরা বলেন, গণমাধ্যমকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে সর্বদা মাঠ পর্যায়ে কাজ করে থাকেন। কিন্তু সংবাদকর্মীরা সে অনুযায়ী বেতন-ভাতা বা সম্মানী পান না। তাদের জীবিকা এবং জীবনের নিরাপত্তা নিশ্চিতের জন্য একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রয়োজন। পাশাপাশি সাংবাদিকদের জন্য নির্দিষ্ট শিক্ষাগত অর্জন সাপেক্ষে নিয়োগ দেওয়া এবং যারা সাংবাদিকতা পেশায় আসতে চান তাদের জন্য প্রেস কাউন্সিল বা পিআইবি কর্তৃক কোর্স চালু করে কোর্স সমাপন সাপেক্ষে সাংবাদিক হতে পারেন সেই সুযোগ রাখার দাবি জানান বক্তারা।

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন