পিএনএস ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় মেহগনি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। বুধবার (২২ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলম।
তিনি জানান, প্রযুক্তির সহায়তায় সিআইডির ফরেনসিক বিভাগ ফিঙ্গার প্রিন্ট নিয়ে গাছের ডালে ঝুলন্ত মৃত ব্যক্তি পরিচয় শনাক্ত করেছে। নিহত ব্যক্তির নাম আবু সালেহ (৪৫)। তার বাসা ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কলতাপুর নয়াবাড়ি বড় মসজিদ রোড এলাকায়।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তবে এটি হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা তা তদন্তে কাজ চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
পিএনএস/রাশেদুল আলম
পরিচয় মিলেছে ঢাবি এলাকায় গাছে ঝুলতে থাকা মরদেহের
23-01-2025 01:59AM