সমমনা পরিষদ বনশ্রীর বার্ষিক বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

  08-02-2025 10:23PM

পিএনএস: ‘এসো মিলি প্রাণের স্পন্দনে, ঐক্যের বন্ধনে’ এই স্লোগান সামনে রেখে বনশ্রীর সমমনা পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হলো বার্ষিক বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

শনিবার (৮ ফেব্রুয়ারী) গাজীপুরের পুবাইল আপন ভূবন পিকনিক এন্ড শুটিং স্পটে সারাদিনব্যাপী এ অনুষ্ঠানে সংগঠনের সকল সদস্য ও বনশ্রী সোসাইটির সন্মানিত সদস্যগণ অংশ নেন।

সকাল ৭ টায় বনশ্রী ই ব্লক সমমনা পরিষদ এর কার্যালয়ের সামনে থেকে এসি বাস ছাড়ে এরপর রিসোর্টে নাস্তার পর্ব শেষ করে শুরু হয় খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। এতে অংশগ্রহণ করেন সমমনা পরিষদ সদস্য ও পরিবারের লোকজন।



এরপর শুরু হয় দুপুরের খাবার। দেশীয় সবজির সঙ্গে পোলাও ভাত, মুরগী,গরু, শাহী জর্দাসহ পরিবেশন করা হয় সুস্বাদু সব খাবার।

দুপুরের খাওয়া শেষে শুরু হয় আমন্ত্রিত অতিথি শিল্পীদের গান পরিবেশনা সেখানে গান পরিবেশন করেন, কিংবদন্তি গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের মেয়ে দিঠি আনোয়ার।

এরপর সমমনা পরিষদের সভাপতি শাহাবুদ্দিন শিকদার ও বনশ্রীর বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এ ছাড়াও অনুষ্ঠিত হয় র‍্যাফেল ড্র। র‍্যাফেল ড্রতে বিভিন্ন ধরনের আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়। এতে আয়োজকদের পৃষ্ঠপোষকতায় প্রথম পুরস্কার এলইডি টিভি, ফ্রিজ, ডিনার সেট, আকর্ষণীয় ১০০ টি উপহার দেয়া হয়।

পুরস্কারপ্রাপ্তদের হাতে উপহার তুলে দেন সমমনা পরিষদের সভাপতি শাহাবুদ্দিন শিকদার ও সংগঠনের নেতা কর্মীরা।

সভায় উপস্থিত ছিলেন বনশ্রী সোসাইটির সাাবেক নির্বাচন কমিশনার নজরুল ইসলাম সেলিম , আবু তাহের, এ ওয়াদুদ , ড. রেজাউল করিম (এফসিএ), এম এ মতিন, মহসিন সিকদার, জাকির হোসেন মৃদুল, নূরুল আলম, সিরাজুল হক, তাজুল ইসলাম, সাইফুদ্দিন কামাল সংগঠনের নেতাকর্মীরা।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন