ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র মোকাবিলার আহ্বান খন্দকার মোশাররফের

  08-02-2025 07:14PM

পিএনএস ডেস্ক: সবাইকে ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

শনিবার (৮ ফেব্রুয়ারি) কুমিল্লার দাউদকান্দিতে বিএনপির গণসমাবেশে তিনি এ কথা বলেন।

খন্দকার মোশাররফ বলেন, গণহত্যকারীদের এখনও বিচারের আওতায় আনা হয়নি। তারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বিদেশে বসে বাংলাদেশে অশান্তি সৃষ্টির অপচেষ্টা চলছে।

তিনি বলেন, বিএনপি সারাদেশে ঐক্যবদ্ধ আছে। আগামী নির্বাচনে বিএনপি ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত রয়েছে।

এ সময় শুধু জাতীয় সংসদ নির্বাচন নয়, স্থানীয় পর্যায়েও নেতৃত্ব গ্রহণের জন্য তৃণমূল নেতাকর্মীদের যোগ্যতা অর্জনের আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন