পিএনএস ডেস্ক : নির্বাসিত লেখিকা তসলিমা নাসরীনের বই বিক্রি ও ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ‘সব্যসাচী’ নামে একটি স্টলে ভাঙচুর চালিয়ে উত্তেজিত জনতা শতাব্দী ভব নামে এক লেখককে বইমেলা থেকে বের করে দেয়। পরে শিক্ষার্থীদের উত্তেজনার মুখে স্টলটি সাময়িক বন্ধ করে দেয় পুলিশ।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে এ ঘটনা ঘটে।
বাংলা একাডেমি কর্তৃপক্ষ জানায়, সাময়িক বন্ধের পর স্টলটি খুলে দেওয়া হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত টাস্কফোর্সের সভার পর নেওয়া হবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একদল শিক্ষার্থী সব্যসাচী স্টলে তসলিমা নাসরীনের বই বিক্রি করা দেখে সেখানে ভিড় জমান। শতাব্দী ভব নামের ওই লেখক তখন সেখানেই বসেছিলেন। শিক্ষার্থীরা তসলিমা নাসরীনের বই বিক্রি কেন করছেন জানতে চাইলে তাদের ‘জঙ্গি’ বলেন ওই লেখক। ফলে শিক্ষার্থীরা উত্তেজিত হয়। একপর্যায়ে শতাব্দী ভব ‘জয় বাংলা’ স্লোগান দিলে উত্তেজিত শিক্ষার্থীরা তাকে মারতে গেলে পুলিশ বাধা দেয় এবং তাকে নিয়ে চলে যায়।
বইমেলা টাস্কফোর্সের আহ্বায়ক ড. সেলিম রেজা বলেন, ‘সব্যসাচী’ স্টলটি বন্ধ করা হবে কি না, সে বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। স্টলটি কিছুক্ষণ বন্ধ রাখার পর এখন খোলা হয়েছে। বইমেলা কমিটি ও সেখানে উপস্থিত থাকা আমাদের টাস্কফোর্সের সঙ্গে আলোচনা করে একটা সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এ ধরনের ঘটনা অপ্রত্যাশিত।
পিএনএস/এএ
মেলায় জয় বাংলা স্লোগান ও তসলিমার বই বিক্রি, স্টল সাময়িক বন্ধ
10-02-2025 09:12PM
![](/static/image/upload/news/2025/02/10/0cf60ddac33b7bd73621fd6800a6f6f8_2.jpg?w=550&h=350)