পিএনএস ডেস্ক: রাজধানীর শ্যামপুরে প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের চেষ্টায় সকাল সোয়া ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার ভোর ৫টায় রাজধানীর শ্যামপুরের ১১ নং লাল মসজিদ রোডে একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগার সংবাদ পাওয়া যায়। খবর পেয়ে সকাল ৫টা ৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের মিডিয়া শাখার কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম জানান, কারখানাটিতে প্লাস্টিক ও স্যান্ডেল মজুদ ছিল, যা আগুনের তীব্রতা বাড়ায়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। নিয়ন্ত্রণে একে একে যোগ দেয় ৭টি ইউনিট। ২ ঘণ্টার কিছু বেশি সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের সূত্রপাতের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি।
পিএনএস/আনোয়ার
রাজধানীর শ্যামপুরে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন
11-02-2025 10:09AM