ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

  12-02-2025 05:10PM

পিএনএস ডেস্ক : ফরিদপুর শহরে ট্রাকের সঙ্গে অটোবাইকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে আদমপুর চুনারুঘাটা বেড়িবাঁধ ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার খলিল মন্ডলেরহাট এলাকার আলী পাটাদারের ছেলে হাসেম পাটাদার (৪১) ও লাল মিয়া শেখের ছেলে লাভলু (২৯)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদপুর শহরে আসার সময় চুনারুঘাটা ব্রিজ এলাকায় একটি ট্রাক সামনে থেকে অটোবাইকটিকে ধাক্কা দেয়। এতে ছয়জন আহত হন। তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুজনের মৃত্যু হয়। আহত চারজন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এর সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বলেন, ছয়জনের মধ্যে দুজন নিহত হয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন