পিএনএস ডেস্ক : হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক শনিবার (১৮ মে) বিকেলে হঠাৎ করেই ঢাকা গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে আসেন। এরপর সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে ডিবি কার্যালয় থেকে বের হয়ে যান তিনি।
এ সময় মামুনুল হক সাংবাদিকদের জানান, তার ব্যক্তিগত মোবাইল ফোন নেওয়ার জন্য তিনি ডিবি কার্যালয়ে এসেছিলেন।
তবে তার মোবাইলটি ডিবি হস্তান্তর করেছে কি না, তা জানা যায়নি।
এর আগে, হেফাজতের এই নেতা যখন গ্রেপ্তার হয়েছিলেন তখন তার মোবাইল ফোনটি জব্দ করা হয়েছিল বলে জানা গেছে।
পিএনএস/শাওন
যে কারণে ডিবিতে এসেছিলেন মামুনুল হক
18-05-2024 08:48PM