কুষ্টিয়া ও মাগুরা জেলা বিএনপির কমিটি বাতিল

  12-09-2024 11:36PM

পিএনএস ডেস্ক: কুষ্টিয়া ও মাগুরা জেলা বিএনপির কমিটি বাতিল করা হয়েছে। কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় দলের সিদ্ধান্ত অনুযায়ী বাতিল করা হয়েছে। নতুন কমিটি পরবর্তীতে ঘোষণা করা হবে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কমিটি বাতিল করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় দলের সিদ্ধান্ত অনুযায়ী বাতিল করা হয়েছে। অতি দ্রুত মাগুরা জেলা বিএনপির কমিটি ঘোষণা করা হবে।

একই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কুষ্টিয়া বিএনপির জেলা নির্বাহী কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় দলের সিদ্ধান্ত অনুযায়ী বাতিল করা হয়েছে। অতি দ্রুত কুষ্টিয়া জেলা বিএনপির কমিটি ঘোষণা করা হবে।

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন