অভিযুক্ত বিএনপি নেতা গিয়াস কাদের, কারণ দর্শানোর নোটিশ

  06-11-2024 06:14PM

পিএনএস ডেস্ক: চাঁদাবাজি, প্রবাসীর বাড়ি পুড়িয়ে দেওয়াসহ নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। এসব অভিযোগে আগামী তিনদিনের মধ্যে তাকে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

কারণ দর্শানো নোটিশে অভিযোগে বলা হয়েছে, ‘এলাকায় দলমত নির্বিশেষে ধনী ব্যবসায়ীর তালিকা করে কোটি কোটি টাকা চাঁদা আদায়, ওমান বসবাসরত সিআইপি ব্যবসায়ী ইয়াসিনের কাছ থেকে দেড় কোটি টাকা চাঁদা দাবি, চাঁদা না পেয়ে সন্ত্রাসীদের দিয়ে ইয়াসিনের রাউজানের বাড়ি পুড়িয়ে দেওয়া, সিআইপি ব্যবসায়ী মো. ফোরকানের কাছে এক কোটি টাকা চাঁদা দাবি করে না পেয়ে সন্ত্রাসী দিয়ে ফোরকানকে নির্মম শারীরিক নির্যাতন, অনুগত সন্ত্রাসীদের দোকান, ব্যবসা প্রতিষ্ঠান, বিদেশে অবস্থানরত রাউজানের ব্যবসায়ীদের ওপর ঢালাও চাঁদাবাজির মাধ্যমে এলাকায় আতঙ্কের জনপদে পরিণত করা অন্যতম।’

এতে আরও বলা হয়, ‘স্বঘোষিত কমিটি ঘোষণা করার বিষয়ে প্রশ্ন করা হলে আপনি ঔদ্ধত্য প্রকাশ করে বলেন, রাউজান কমিটি গঠন করতে কারোর প্রয়োজন নেই, আমার এলাকা আমি করবো। এ ধরনের বক্তব্য ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বের প্রতি চরম অনাস্থা ও ধৃষ্টতা। দীর্ঘ ৬ বছর বিদেশে থেকে নতুন সরকারের শুরুতে দেশে এসে দেশ-বিদেশের সন্ত্রাসীদের ভাড়া করে রাউজানে আপনি অস্থিরতা ও মারাত্মক আতঙ্ক তৈরি করেছেন; যা রাঙ্গুনিয়া, সীতাকুণ্ডসহ উত্তরের অন্যান্য নির্বাচনী এলাকায় বিরূপ প্রভাব ফেলছে।’

এসব অভিযোগে গিয়াস কাদেরের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না তার যথাযথ কারণ দর্শিয়ে আগামী ৩ দিনের মধ্যে লিখিত জবাব নয়াপল্টন কার্যালয়ে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া গিয়াস কাদের চৌধুরীকে।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন