এনসিটিবির সামনে হামলার ঘটনায় বাসদের নিন্দা

  16-01-2025 02:07AM

পিএনএস ডেস্ক: জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ভবনের সামনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। বুধবার (১৫ জানুয়ারি) সংবাদ মাধ্যমে পাঠানো বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নবম ও দশম শ্রেণির এক পাঠ্যপুস্তক থেকে আদিবাসী শব্দ সম্বলিত জুলাই গণ-অভ্যুত্থানের একটি গ্রাফিতি বাদ দেওয়ার প্রতিবাদে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ভবনের সামনে আদিবাসী শিক্ষার্থীরা শান্তিপূর্ণ কর্মসূচি পালনকালে ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’ নামক সংগঠন বিনা উসকানিতে বর্বর হামলা চালায়। হামলায় বেশ কয়েকজন আদিবাসী শিক্ষার্থী গুরুতর আহত হয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। অবিলম্বে ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’র হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একইসঙ্গে বাদ দেওয়া গ্রাফিতি পুনরায় পাঠ্যপুস্তকে সংযুক্ত করতে হবে।

বিজ্ঞপ্তিতে সমতল ও পাহাড়ের আদিবাসীদের ওপর সব ধরনের নির্যাতন-নিপীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার জন্য দেশপ্রেমিক জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন