মেট্রোরেল বন্ধ থাকায় কর্তৃপক্ষের দু:খ প্রকাশ

  26-01-2025 01:52AM

পিএনএস ডেস্ক: যান্ত্রিক দুই ত্রুটির কারণে শনিবার (২৫ জানুয়ারি) মেট্রোরেল চলাচল প্রায় এক ঘণ্টা বন্ধ থাকায় দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। মেট্রোরেল পরিচালনাকারী ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল ৯টা ২৩ মিনিট থেকে ৯টা ৪৯ মিনিট পর্যন্ত ট্রেনের দরজা বিকল হওয়ার কারণে মেট্রোরেল সেবা বন্ধ ছিল।

এছাড়া দুপুর ১টা ৩৩ মিনিট থেকে ২টা ৬ মিনিট পর্যন্ত সিগনালিং সিস্টেমের কারিগরি ত্রুটির কারণে মেট্রোরেল সেবা বন্ধ ছিল। পরবর্তীতে দুপুর ২টা ৬ মিনিট থেকে পল্লবী স্টেশন থেকে মতিঝিল স্টেশন পর্যন্ত মেট্রোরেল সেবা চালু করা হয় এবং সর্বশেষ সন্ধ্যা ৬টা ৫৪ মিনিটে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল স্টেশন পর্যন্ত মেট্রোরেল সেবা চালু করা হয়। যাত্রীদের সেবা দেওয়ার ক্ষেত্রে সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন