পিএনএস ডেস্ক: মিডল্যান্ড ব্যাংক পিএলসির শাখা ও উপ-শাখা, ইসলামি ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং, রিটেইল সেলস, ইনস্টিটিউশনাল ব্যাংকিং, এসএমই, এনআরবি, কার্ড এবং ট্রেজারি বিভাগের বার্ষিক ব্যবসা সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) রাজধানীর গুলশানে এক হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান-উজ জামান প্রধান অতিথি হিসেবে বার্ষিক ব্যবসা সম্মেলন উদ্বোধন করেন এবং এতে সভাপতিত্ব করেন। ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার মো. জাহিদ হোসেন বিশেষ অতিথি ছিলেন।
ব্যাংকের সিনিয়ার ম্যানেজমেন্ট টিম, প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান, ইনস্টিটিউশনাল ব্যাংকিং ইউনিটগুলোর প্রধান, শাখা ও উপ-শাখার ম্যানেজার এবং মিডল্যান্ড ব্যাংক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এ ব্যবসা সম্মেলনে উপস্থিত ছিলেন।
বার্ষিক ব্যবসা সম্মেলন ২০২৫- এর শুরুতে ব্যাংকের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) দিদারুল ইসলাম ব্যাংকের সার্বিক ব্যবসা পরিস্থিতি উপস্থাপন করেন।
ব্যাংকের ইনস্টিটিউশনাল ব্যাংকিং বিভাগের প্রধান মো. জাভেদ তারেক খান, ইনস্টিটিউশনাল ব্যাংকিং ইউনিট প্রধানরা, এসএমই বিভাগের প্রধান, ট্রেজারি বিভাগের প্রধান সম্মেলনে তাদের বিভিন্ন তথ্য উপাত্ত উপস্থাপন করেন। ব্যাংকের আন্তর্জাতিক ও এনঅরবি বিভাগের প্রধান খন্দকার তৌফিক হেসেন সম্মেলনে এনঅরবি বিভাগের বিভিন্ন তথ্য-উপাত্ত উপস্থাপন করেন। ব্যবসা সম্মেলনে ব্যাংকের ইনস্টিটিউশনাল ব্যাংকিং ইউনিট, এসএমই, এনআরবি এবং ট্রেজারি বিভাগের ২০২৪ সালের অর্জিত ব্যবসা মূল্যায়ন করা হয়। পাশাপাশি ২০২৫ সালের জন্য বার্ষিক লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং তা অর্জনের ওপর পর্যালোচনা করা হয়।
ব্যাংকের রিটেইল ডিস্ট্রিবিউশন প্রধান মো. রাশেদ আক্তার, এরিয়া হেড, ক্লাস্টার হেড, শাখা ও উপ-শাখা ম্যানেজার, এজেন্ট ব্যাংকিং ডিভিশন, কার্ড ডিভিশন, রিটেইল সেলস ডিভিশন, ব্রাঞ্চ এসএমই, ইসলামি ব্যাংকিং উইন্ডোর প্রধান বিভিন্ন তথ্য-উপাত্ত উপস্থাপন করেন। সভায় ব্যাংকের রিটেইল ডিস্ট্রিবিউশনের ২০২৪ সালের অর্জিত ব্যবসা মূল্যায়ন করা হয়। এছাড়া ২০২৫ সালের জন্য বার্ষিক লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং তা অর্জনের ওপর পর্যালোচনা করা হয়।
এসময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়ন্ত্রক সংন্থা কর্তৃক প্রদত্ত নির্দেশিকা মেনে চলা, সম্পদের গুণগত মান বজায় রাখা, নন-পানফরমিং লোন আদায় নিশ্চিত করা এবং শেয়ারহোল্ডারদের বিনিয়োগের রিটার্ন ডেলিভারিসহ সবাইকে ব্যাংকিং সেবা প্রদানে দক্ষতা ও উৎকর্ষতা নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে সবাইকে ব্যাংকের গ্রাহকদের আর্থিক লক্ষ্য পূরণে সহায়তা করার আহ্বান জানান।
বার্ষিক ব্যবসা সম্মেলনে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বিজয়ীদের মধ্যে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়। অনুষ্ঠন সঞ্চালনা করেন ব্যাংকের ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান মো. রাশেদুল আনোয়ার।
পিএনএস/রাশেদুল আলম
মিডল্যান্ড ব্যাংকের বার্ষিক ব্যবসা সম্মেলন অনুষ্ঠিত
25-01-2025 10:28PM