পিএনএস ডেস্ক: বান্দরবানের লামায় বন্য হাতির আক্রমণে এক শ্রমিক নিহত হয়েছেন। ওই শ্রমিক উপজেলার সরই ইউনিয়নে পানের বরজে কাজ করতেন। শনিবার (২৫শে জানুয়ারি) ভোরবেলা এ ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম মো. কালু (৫০)। তিনি কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের আক্কেল আলীর ছেলে।
জানা গেছে, শনিবার ভোর ৪টার দিকে পাহাড় থেকে হাতির একটি দল খাবারের খোঁজে আসে। ওই সময়দলটি খামারের একটি ঘরে ঢুকে পড়ে। তখন হাতির আক্রমণে ঘরে ঘুমিয়ে থাকা কালু গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লামা বন বিভাগের কর্মকর্তা একেএম আতা এলাহী বলেন, হাতির আক্রমণে কালু নামে এক শ্রমিক নিহতের খবর পেয়েছি। ক্ষতিগ্রস্তকে বিধি মোতাবেক ক্ষতিপূরণ দেওয়া হবে। পাহাড়ে খাদ্য সংকটের কারণে হাতির দল লোকালয়ে হানা দিচ্ছে।
এদিকে কোনো অভিযোগ না থাকায় সুরতহাল শেষে কালুর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন।
পিএনএস/রাশেদুল আলম
বন্যহাতির আক্রমণে লামায় শ্রমিক নিহত
26-01-2025 02:44AM