পিএনএস ডেস্ক: চট্টগ্রামের মিরসরাইয়ে বিজিবির অভিযানে ১০ কেজি ভারতীয় গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটক হওয়া ব্যক্তির নাম আবেদ আলী (৫৭)। সে খাগড়াছড়ি জেলার খাগড়াছড়ি থানার উত্তর গঞ্জপাড়া এলাকার হমেদ আলীর পুত্র।
শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে বারইয়ারহাট-রামগড় সড়কের কয়লারমুখ চেকপোষ্টে কর্মরত বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করে।
কয়লারমুখ চেকপোষ্টে কর্মরত হাবিলদার দেলোয়ার হোসেন জানান, শনিবার দুপুরে রামগড় ব্যাটালিয়নের (৪৩ বিজিবি) অধীনস্থ মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের কয়লারমুখ চেকপোস্টের সামনে বিজিবির একটি দল অভিযান চালিয়ে আবেদ আলীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।
পিএনএস/রাশেদুল আলম
মিরসরাইয়ে গাঁজাসহ আটক ১
26-01-2025 12:10AM