খুনি হাসিনার দোসরদের ঠাঁই বিএনপিতে হবে না : ওয়াহাব

  19-01-2025 09:16PM

পিএনএস ডেস্ক: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেছেন, নতুন লোক বিএনপিতে প্রয়োজন নাই। বিগত লড়াই সংগ্রামে যারা ছিল তারা আগামীদিনেও মাঠে থাকবে। খুনি হাসিনার দোসরদের ঠাঁই বিএনপিতে হবে না।

রবিবার (১৯ জানুয়ারি) ময়মনসিংহ নগরীর হরিকিশোর রায় রোডে বিএনপি কার্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‌'দেশের একমাত্র গণতান্ত্রিক দল বিএনপি। মানুষের মঙ্গলের জন্য আমরা রাস্তায় আছি, রাস্তায় থাকব। আমাদের আন্দোলন এখনো শেষ হয়নি। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে।'

ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক আকন্দ লিটনের সভাপতিত্বে মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটুর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য শরাফ উদ্দিন কোহিনূর, আ. রব আকন্দ রতন, মহানগর শ্রমিক দলের সভাপতি শহীদুল ইসলাম দুলাল, মহিলা দলের সভানেত্রী খালেদা আতিক প্রমুখ।

পরে দলীয় কার্যালয়ের সামনে পথচারী, শ্রমজীবী, রিকশাচালক ও অসহায় মানুষদের মাঝে খিচুড়ি বিতরণ করা হয়।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন