পিএনএস ডেস্ক: স্বৈরাচারের দোসরদের বিরুদ্ধে দেশের সব জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।
তারেক রহমান বলেন, স্বৈরাচার পালালেও তার দোসররা রয়ে গেছে, দেশের সকল জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি বলেন, জনগণের জন্য বিএনপির কী করবে, ৩১ দফায় তা স্পষ্ট করে বলা হয়েছে।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, মত-দ্বিমত থাকতেই পারে, আলোচনার মাধ্যমে সবকিছুর সমাধান করা সম্ভব।
এসএস
স্বৈরাচারের দোসরদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে তারেক রহমানের আহ্বান
01-02-2025 05:46PM