পিএনএস ডেস্ক: ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, আজ মুক্তি পাওয়ার কথা ছিল এমন ১৮৩ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে।
ইসরায়েল কারাগার পরিষেবার একজন মুখপাত্র জানিয়েছেন, মুক্তির আগে অধিকৃত পশ্চিম তীরের ওফার কারাগার এবং দক্ষিণ ইসরায়েলের কেটজিওট কারাগার থেকে বন্দীদের স্থানান্তর করা হয়েছিল।
আজ মুক্তি পাওয়া বন্দীদের মধ্যে কয়েকজন যাবজ্জীবন বা দীর্ঘ কারাদণ্ড ভোগ করছিলেন।
গাজা যুদ্ধবিরতি চুক্তির আওতায় মুক্তি পাওয়া ফিলিস্তিনি বন্দীদের বহনকারী বাসগুলি দক্ষিণ গাজার খান ইউনিসের ইউরোপীয় হাসপাতালে পৌঁছেছে।
প্রায় ১৫০ জন ফিলিস্তিনি বন্দীকে বহনকারী বাসগুলি খান ইউনিসের ইউরোপীয় হাসপাতালে পৌঁছেছে।
সেখানে তারা তাদের পরিবারের সাথে একত্রিত হন। বাসগুলিকে ঘিরে বিশাল জনতা থাকায় আবেগঘন দৃশ্য দেখা যায়।
এসএস
ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেলো ১৮৩ ফিলিস্তিনি
01-02-2025 06:11PM