গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনের বিকল্প নেই: মির্জা ফখরুল

  16-02-2025 05:48PM

পিএনএস ডেস্ক : গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (১৬ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে জেলা বিএনপির আয়োজনে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘গণতন্ত্রের কোনো বিকল্প নাই এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে নির্বাচনই হচ্ছে একমাত্র পথ, যার মাধ্যমে আমরা গণতন্ত্রে পৌঁছাতে পারি। সুশাসন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে পথ, যার মাধ্যমে সামনে এগিয়ে যেতে পারি। ভবিষ্যৎ প্রজন্মকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। সেই লক্ষ্যে আমরা আবার নতুন করে আরেকটা সংগ্রাম শুরু করি।’

বিএনপি মহাসচিব বলেন, ‘দেশে একটা ভয়ঙ্কর সময় পার করছি। প্রায় ১৫ বছর একটা পাথর বুকের মধ্যে চেপে ছিলো। সেই পাথর সব প্রতিষ্ঠান ধংস করেছে। ছাত্র-জনতা যে অভ্যুত্থান করে নতুন বাংলাদেশ নির্মাণের সুযোগ করে দিলো তা যেন আমরা গ্রহণ করি।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনই একমাত্র পথ যার মাধ্যমে আমরা গণতন্ত্রের দিকে এগিয়ে যেতে পারি।’

এ সময় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক ও জাতীয় দলের সাবেক খেলোয়াড় মো. আমিনুল ইসলাম। উপস্থিত ছিলেন, সাবেক জাতীয় দলের খেলোয়াড় সৈয়দ রুম্মান বিন ওয়ালি সাব্বিরসহ বিএনপির অন্যান্য নেতারা।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন